যোগদান করেই দালাল মুক্তের ঘোষনা দিলেন, রাজশাহীর বাগমারা উপজলার সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) সাইফুল ইসলাম ভূঞাঁ। তিনি উপজেলার ইউনিয়ন ভুমি অফিসের সকল উপসহকারী কমিশনার ভুমি কর্মকর্তাদের এই নির্দেশ দিয়েছেন। এছাড়াও তিনি ভুমি সেবা গ্রহিতাদের সরাসরি তাঁর দপ্তরে যোগাযোগ করার জন্য আহবান জানিয়েছেন।
উপজেলা ভুমি অফিস সূত্রে জানা যায়, নব্য যোগদানকৃত এসিল্যান্ড বাগমারায় যোগদান করেই তিনি তাঁর দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময়ের সময় তিনি উপজেলার সকল ইউনিয়নের উপসহকারী কমিশনার (ভুমি) তহশীলদারসহ তাঁর দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের দালাল থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন। এছাড়াও তিনি তাঁর সকল ভুমি অফিসের সামনা সামনি কোন তদবীরকারক ও দালালদের দূরে থাকার নির্দেশ দিয়েছেন।
এসিল্যান্ডের এমন কর্মকান্ডের সাধুবাদ জানিয়েছেন ভুমি অফিসের সেবা গ্রহিতারা। তাঁর এসিল্যান্ডের কাছে সেবা নিতে আসা লোকজন যেন হয়রানীর শিকার না হয় সেই দিকে দৃষ্টি রাখার অনুােধ জানিয়েছেন। উপজেলা ভুমি অফিসের সেবা নিতে আসা আনিছুর রহমান বলেন, এসিল্যান্ডের এমন নির্দেশনাকে আমরা সাধুবাদ জানায়, তবে আমরা সেবা গ্রহিতারা যেন হয়রানীর শিকার না হয় সেই দিকে তাঁকে তীক্ষè নজর রাখা দরকার। সিরাজুল ইসলাম নামের এক সেবা গ্রহিতা জানান, এসিল্যান্ড বর্তমানে খুব ভাল সেবা দিচ্ছে। তিনি যত্ন সহকারে আমাদের কথা শুনে কাগজপত্র বুঝে ভালই কাজ করছেন। সেবা গ্রহিতারা এমন কাজই আশা করছেন নত্য যোগদানকৃত এসিল্যান্ডের কাছে।
আনোয়ার হোসেন নামের এক সেবা গ্রহিতা জানান, দীর্ঘদিন থেকে তিনি খারিজের কাজ নিয়ে সমস্যায় ছিলেন, বর্তমান এসিল্যান্ড যোগদান করে তার কাজটি দ্রুত শেষ করেছেন বলে তিনি জানিয়েছেন। পূর্বের এসিল্যান্ডের কাছে দীর্ঘদিন ধরনা দিয়েও তিনি তার কাজটি করতে শেষ করতে পারছিলেন না। নব্য এসিল্যান্ড যোগদান করেই তার কাজটি শেষ করেছেন বলে তিনি জানিয়েছেন। দ্রুত কাজ করতে পেরে তিনি নিজেকে যেমন ধন্য মনে করেছেন, তেমনী এসিল্যান্ডকে সাধুবাদ জানিয়েছেন।
এসিল্যান্ডের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেছেন তাঁর দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীরা। তাঁর আচার আচরন ও ব্যবহারে মুগ্ধ হয়েছেন অফিসের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা। নাম জানাতে অনিচ্ছুক এসিল্যান্ড অফিসের এক কর্মচারী জানান, তিনি (স্যার) একেবারেই মাটির মানুষ। তিনি যেমন নম্র, তেমন ভদ্র। স্যারের মত মানুষের তুলনা করা সম্ভব নয়।

