২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ০৪:৫০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
‘মেসিকে যে কোনো সময় বিয়ে করে ফেলতে পারি’
  • আপডেট করা হয়েছে : ২১-০৮-২০২২
‘মেসিকে যে কোনো সময় বিয়ে করে ফেলতে পারি’

আর্জেন্টিনা দলের কাণ্ডারি লিওনেল মেসিকে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার কাতারে দাঁড় না করালেও তাকে সময়ের সেরা তারকা মানতে রাজি সবাই।

অনেকের মতে, একটি বিশ্বকাপ ঘরে তুললেই ম্যারাডোনার পাশে এসে দাঁড়াবেন মেসি। অবশ্য সাতবারের ব্যালন ডিঅরজয়ীকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের খাতাতেই রাখা যায়।
নিজ দেশে মেসি এখন এ যুগের ম্যারাডোনা-ই। কারণ ২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়ে আর্জেন্টিনার মানুষকে আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছেন তিনি।  

গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাঠ থেকে কোপা আমেরিকার শিরোপ ছিনিয়ে এনে দিয়েছেন মেসি।  আর এ বছর করলেন ফিনালিসিমা জয়। সব মিলিয়ে মেসিবন্দনায় মগ্ন আলবিসেলেস্তেরা।
এবার সেই ধারাবাহিকতায় মেসির প্রতি নিজের আবেগ বর্ণনা করতে গিয়ে তাকে বিয়েই করতে চাইলেন সাবেক আর্জেন্টাইন তারকা ফুটবলার! তার নাম পিপো জরোসিত। ১৯৯৩ কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন পিপো।

সম্প্রতি ইএসপিএনে স্পোর্টস সেন্টার নামের এক অনুষ্ঠানে এসে মেসিকে প্রশংসায় ভাসান পিপো। 

আলাপচারিতার একপর্যায়ে পিপো বলেন, ‘ফুটবলে মেসিই আমার একমাত্র আদর্শ। তাকে আমার প্রচণ্ড ভালো লাগে। আমার জন্য সে হচ্ছে আদর্শ জামাতা, আদর্শ ছেলে, আদর্শ ভাই, আদর্শ বন্ধু। আমি তাকে যে কোনো সময় বিয়ে করে ফেলতে পারি।’

শেয়ার করুন