১৯ জানুয়ারী ২০২৬, সোমবার, ০২:০৩:২৩ অপরাহ্ন
হাসপাতালে ভর্তি জনপ্রিয় সংগীতশিল্পী
  • আপডেট করা হয়েছে : ১৯-০১-২০২৬
হাসপাতালে ভর্তি জনপ্রিয় সংগীতশিল্পী

জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিকের অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্তরা। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানানোয় দ্রুতই খবরটি ছড়িয়ে পড়ে।


সোমবার (১৯ জানুয়ারি) নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি শেয়ার করেন আরমান মালিক। ছবিতে তার হাতে স্যালাইনের নল দেখা যায় এবং মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। ছবিটি প্রকাশের পরপরই ভক্তরা নানা মন্তব্যে তার দ্রুত সুস্থতা কামনা করেন।



পোস্টের ক্যাপশনে আরমান লেখেন, এখন ভালো আছি। তবে গত কয়েকটা দিন একদমই সহজ ছিল না। কিছুটা বিশ্রাম নিয়ে আবার নিজেকে গুছিয়ে নিচ্ছি।



এই বার্তায় অনুরাগীরা কিছুটা স্বস্তি পেলেও ঠিক কী কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।



উল্লেখ, অসুস্থতার খবরের আগেও আরমান মালিক ছিলেন আলোচনায়। বড় ভাই, সংগীত পরিচালক ও সুরকার আমাল মালিকের সঙ্গে তার তুলনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ছড়িয়ে পড়ে। বিষয়টি ভালোভাবে নেননি আরমান। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, ভাইয়ের সঙ্গে তুলনা টানা তিনি পছন্দ করেন না। তার মতে, প্রত্যেক শিল্পীরই নিজস্ব পরিচয় ও আলাদা পথচলা রয়েছে।



এ প্রসঙ্গে আমাল মালিকও ভাইয়ের পাশে দাঁড়িয়ে অনুরাগীদের উদ্দেশে অনুরোধ জানান, দুই ভাইকে তুলনা করা থেকে বিরত থাকতে। তাদের মতে, এই ধরনের তুলনা অপ্রয়োজনীয় এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তিকর।

এরই মধ্যে আরমান মালিকের অসুস্থতার খবর সামনে আসায় ভক্তদের দুশ্চিন্তা আরও বেড়েছে। তবে গায়ক নিজেই আশ্বস্ত করেছেন যে, আপাতত ভয়ের কিছু নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে রয়েছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।

কম বয়সেই সংগীতজগতে শক্ত অবস্থান তৈরি করা আরমান মালিক হিন্দি, বাংলা সহ একাধিক ভাষায় জনপ্রিয় গান উপহার দিয়েছেন। ফলে তার অসুস্থতার খবরে অনুরাগীদের উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক।

সব মিলিয়ে হাসপাতাল পর্ব কাটিয়ে বর্তমানে বিশ্রামে রয়েছেন এই জনপ্রিয় গায়ক। ভক্তদের প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে আবারও গানের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করবেন আরমান মালিক।


শেয়ার করুন