০১ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ০৩:২৭:৩৮ পূর্বাহ্ন
নির্বাচনি জনসভায় অংশ নিতে নোয়াখালী যাচ্ছেন জামায়াত আমির
  • আপডেট করা হয়েছে : ২৩-০১-২০২৬
নির্বাচনি জনসভায় অংশ নিতে নোয়াখালী যাচ্ছেন জামায়াত আমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম বড় ধরনের নির্বাচনি প্রচারণায় অংশ নিতে আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) নোয়াখালী সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি জেলা শহরের ঐতিহ্যবাহী নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত একটি বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।



শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নোয়াখালী-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা আমির ইসহাক খন্দকার। জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে এটিই হবে নোয়াখালীতে জামায়াত আমিরের প্রথম কোনো বড় নির্বাচনি রাজনৈতিক সমাবেশ।


নির্বাচন ঘিরে জামায়াত আমিরের এই সফরকে কেন্দ্র করে নোয়াখালীর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে এই সফরকে ঘিরে নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। 


দলীয় সূত্রগুলো বলছে, এই জনসভা থেকে ডা. শফিকুর রহমান দলের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা, নির্বাচনকেন্দ্রিক কৌশল এবং বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন। বিশেষ করে আসন্ন নির্বাচনে দলের অবস্থান, সম্ভাব্য রাজনৈতিক সমঝোতা এবং ইসলামি রাজনীতি নিয়ে নতুন কোনো বার্তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


ইসহাক খন্দকার ঢাকা পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে জানান যে, আমিরে জামায়াতের আগমনকে সফল করতে তারা ইতিমধ্যে প্রশাসনিক প্রস্তুতিসহ মাঠ গোছানোর কাজ শুরু করেছেন। তিনি আশা প্রকাশ করছেন যে, ৩০ জানুয়ারির জনসভাটি এই অঞ্চলের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় সমাবেশে পরিণত হবে। 


জামায়াতে ইসলামী বর্তমানে সারা দেশে তাদের নির্বাচনি প্রচারণা জোরদার করেছে এবং নোয়াখালীর এই জনসভাটি সেই প্রক্রিয়ারই একটি অবিচ্ছেদ্য অংশ। নেতাকর্মীদের সরব উপস্থিতিতে জনসভাটি সফল করতে জেলা জামায়াত সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে।

শেয়ার করুন