৩১ জানুয়ারী ২০২৬, শনিবার, ১০:৪৪:৪০ অপরাহ্ন
আ.লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল
  • আপডেট করা হয়েছে : ২৮-০১-২০২৬
আ.লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে বিএনপি থাকবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসেনর মোলানি বাজার এলাকায় পথসভায় তিনি এ কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, এবার তো নৌকা নাই, নৌকা এবার পালাইছে, হাসিনা ভারতবর্ষে চলে গেছে। মাঝখানে তার যে সমর্থনকারী রয়েছে তাদেরকে বিপদে ফেলে গেছে। আমরা সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি।


তিনি বলেন, আমরা পরিস্কারভাবে বলছি হিন্দু ভাই-বোনদের, আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের পাশে। যারা অন্যায় করছে শুধু তাদেরই শাস্তি হবে। আর যারা অন্যায় করেনি তাদেরকে আমরা বুকের মধ্যে রেখে দিবো।


মির্জা ফখরুল বলেন, আর মাত্র ১৫ দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। আপনাদের মনে আছে? এর আগে আমরা এমপি নির্বাচন করছি ১৫ বছর আগে মাঝখানে আমরা কোনো ভোট দিতে পারি নাই। সব ভোট ফ্যাসিস্ট নিয়ে গেছে, তাদের লোকজন ও প্রশাসনের মাধ্যমে।


তিনি বলেন, এবার একটা সঠিক ভোট হবে বলে আমরা আশা করছি। অর্থাৎ যার ভোট সে দিতে পারবে। যাকে খুশি তাকে দিতে পারবেন।


মির্জা ফখরুল বলেন, এখন দেশের মানুষ আরামে থাকলেও পুরোপুরি নেই, কারণ দেশে জিনিসপত্রের দাম বাড়ছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে এখন ভালো হয়েছে। সবমিলিয়ে এখন একটা সময় এসেছে যে রাতে আমরা শান্তিতে ঘুমাতে পারছি।


দেশের মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য বিএনপি কাজ করবে বলে জানান মির্জা ফখরুল।


বক্তব্য শেষে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীর্ষে ভোট চান। এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপি, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন