ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, গত ১৭ বছরে দেশের মানুষের জন্য কার্যকর কোনো উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে হয়েছে মেগা দুর্নীতি। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শাসনামলে আরও সম্প্রসারিত হয়েছিল। অথচ বর্তমানে সেই বরেন্দ্র প্রকল্প কার্যত বন্ধ হয়ে গেছে। ক্ষমতায় গেলে এই প্রকল্প পুনরায় চালু করা হবে, খাল খনন করা হবে এবং পদ্মা নদী খননের উদ্যোগ নেওয়া হবে।
পদ্মাপাড়ের মানুষের উদ্দেশে তিনি পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। তারেক রহমান বলেন, ব্যারেজ নির্মিত হলে কৃষি, পানি ব্যবস্থাপনা ও জীবিকার ক্ষেত্রে ব্যাপক সুফল মিলবে। পাশাপাশি রাজশাহীর বিখ্যাত আম সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার স্থাপন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির কথাও জানান তিনি।
এ সময় উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য রাজশাহীসহ পুরো অঞ্চলের প্রতিটি আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান।
বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে এবং সংঘাত বা বিশৃঙ্খলার রাজনীতি চায় না। তিনি বলেন, “আমি কাউকে সমালোচনা করতে চাই না। সমালোচনা করে কারও পেট ভরে না। আমাদের লক্ষ্য দেশের মানুষের জীবনমান উন্নয়ন।”
জনসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামনুর রশীদ মামুন। সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সমাবেশ শেষে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের বিজয়ী করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এটিই তারেক রহমানের প্রথম রাজশাহী সফর। এর আগে তিনি ২০০৪ সালে সর্বশেষ রাজশাহী সফর করেছিলেন।

