৩১ জানুয়ারী ২০২৬, শনিবার, ০৩:৫৩:০৬ অপরাহ্ন
বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়ায় যুক্ত করা হবে: জুবাইদা রহমান
  • আপডেট করা হয়েছে : ৩১-০১-২০২৬
বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়ায় যুক্ত করা হবে: জুবাইদা রহমান

বিএনপির চেয়ারম্যানের সহধর্মিণী জুবাইদা রহমান বলেছেন, তাদের রাজনৈতিক পরিকল্পনা সমাজের বিভিন্ন স্তরে সুস্বাস্থ্য, শিক্ষা এবং ক্রীড়াকে সংযুক্ত করার ওপর কেন্দ্রিত।


শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে বগুড়ার একটি হোটেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরদের জন্য হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়ায় যুক্ত করা হবে। বিভিন্ন জেলার শিশু-কিশোরদের জন্য খেলাধুলার প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যাতে তারা শারীরিক ও মানসিকভাবে এগিয়ে যেতে পারে।”


হোটেল নাজ গার্ডেনের বলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আয়োজন ও সঞ্চালনা করেন সিএসএফ গ্লোবালের চেয়ারম্যান এম এ মুহিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরেরা নিজেদের তৈরি হস্তশিল্প উপহার দেন তারেক রহমান ও জুবাইদা রহমানকে। এছাড়া তারা ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি পরিবেশন করে।


জুবাইদা রহমান বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা সত্যিই শিশুস্বর্গের মতো। তাদের এমন পরিবেশে নিয়ে যেতে হবে যেখানে তারা আত্মবিশ্বাসের সঙ্গে অন্ধকার থেকে আলোয় এগিয়ে যেতে পারে।” তিনি সিএসএফ গ্লোবালের প্রশংসা করে বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহা সৈনিক।”


তারেক রহমানও শিশু-কিশোরদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, “সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয়ভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়ালে বাংলাদেশ অনেক প্রতিভা বের করে আনতে পারবে। শুধু ন্যূনতম সুযোগ তৈরি করতে হবে যাতে তারা নিজের প্রতিভা বিকশিত করতে পারে। কারণ তারা আমাদের পরিবারের অংশ, আমাদের ভেতরের মানুষ।”


এই অনুষ্ঠানের মাধ্যমে বগুড়ার বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের জন্য হুইলচেয়ার বিতরণ ও শিক্ষামূলক সহায়তা কার্যক্রম বাস্তবায়িত হয়।


শেয়ার করুন