২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৩:৩৩:৪৬ পূর্বাহ্ন
রাজশাহীতে অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার
  • আপডেট করা হয়েছে : ৩০-০৮-২০২২
রাজশাহীতে অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গতি ও অটোপার্টসের দাম বৃদ্ধির কারণে দেখিয়ে রাজশাহী মহানগরীতে হঠাৎ করেই গত রোববার (২৮ আগস্ট) সকাল থেকে অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় মহানগর ইজিবাইক চালক শ্রমিক সমিতি। তবে সোমবার (২৯ আগস্ট) বিকালে নগরজুড়ে ৩০টি সিটি বাস সার্ভিস চালুর পর তারা ধর্মঘট প্রত্যাহার করে অটোরিকশা চালু করে।

সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগর ইজিবাইক চালক শ্রমিক সমিতির সভাপতি মফিজ উদ্দিন বলেন, ‘গাড়ি বন্ধ রাখা সম্ভব নয়। সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বাইরে আছেন। তাই আমরা আপাতত গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছি। মঙ্গলবার থেকে গাড়ি চলবে। পরবর্তীতে আমরা বিষয়টি নিয়ে মেয়র মহোদয়ের সাথে আলোচনা করব।’

এর আগে গত রোববার হঠাৎ করেই অটোরিকশা ধর্মঘটের ডাক দেয়া হয়। এতে শিক্ষা নগরী রাজশাহীর শিক্ষার্থীরাসহ সর্বস্তরের মানুষ নগরীতে চলাচল করতে চরম ভোগান্তিতে পড়ে। সোমবার পর্যন্ত নগরীতে অটোরিকশা চলাচল বন্ধ থাকায় ভোগান্তি কমাতে বিকাল থেকে পুরো মহানগরীজুড়ে আপাতত ৩০টি সিটি সার্ভিস বাস চালু করেছে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ। এতে করে রিকশাচালকদের অতিরিক্ত গলাকাটা ভাড়া আদায়ের কবল থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছে যাত্রীরা।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ মতিউল হক টিটো বলেন, ‘গত দুদিন থেকে অটোরিকশা চালক-মালিকরা চলাচল বন্ধ করে দিলে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা বিপদে পড়ে। এছাড়াও অটোচালকদের জিম্মিদশা থেকে জনগণকে মুক্ত করতে নগরীর বিভিন্ন পয়েন্টে প্রাথমিক অবস্থায় ৩০ টি বাস চালু করা হয়েছে। এসব বাস সোমবার বিকাল থেকে নিয়মিত যাতায়াত শুরু করেছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপাতত জনগণের ভোগান্তি দূর করতে তাৎক্ষণিক এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তীতে এই সিটি বাস সার্ভিস চালু থাকবে কী না তা সিটি মেয়র ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পুরো নগরীজুড়ে আপাতত ৫-১০ ভাড়া প্রদান করে যাত্রীরা সিটি বাস সার্ভিসের মাধ্যমে যাতায়াত করতে পারবে।’

শেয়ার করুন