রাজশাহীতে অবৈধ ক্লিনিকে অভিযান চালিয়েছে সিভিল সার্জনের দপ্তর। এ অভিযানের খবরে অন্তত ৫টি ক্লিনিকের মালিক এবং তাদের লোকজন পালিয়েছে। আজ সকাল থেকে এ অভিযান চালানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজশাহী সিভিল সার্জন আবু সাইদ মো: ফারুকের নেতৃত্বে অভিযান চালানো হয় নগরীর অবৈধ লাইসেন্স বিহীন ক্লিনিগুলোতে। এসময় কয়েকটি ক্লিনিকে জরিমানা করা হয়। খবর পেয়ে অন্যান্য অবৈধ ক্লিনিক মালিক তাদের প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান। পালিয়ে যান ওইসব ক্লিনিকের কর্মচারী ও নার্সরা।
রাজশাহী সিভিল সার্জন আবু সাইদ মো: ফারুক বলেন, এই অভিযান অব্যাহত থাকবে। চিকিৎসার নামে কাউকে বাণিজ্য করতে দেওয়া হবে না।