২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৮:২০:৫৪ অপরাহ্ন
মাশরাফি বলছেন, বাদ নয়, তামিমই থাকতে চাননি দলে
  • আপডেট করা হয়েছে : ২৭-০৯-২০২৩
মাশরাফি বলছেন, বাদ নয়, তামিমই থাকতে চাননি দলে

বিশ্বকাপের দল ঘোষণার আগে নিজের চোট নিয়ে সংশয়ের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছিলেন তামিম ইকবাল। এরপর থেকে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে গুঞ্জন ওঠে, ‘আনফিট’ তামিমকে চান না সাকিব আল হাসান ও চণ্ডিকা হাথুরুসিংহে। 


সেই গুঞ্জনই গতকাল সত্যি হয়েছে। শেষ দল হিসেবে গতকাল যখন বিসিবি অভিনবত্বের মাধ্যমে বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, তখন তামিমকে বাদ দেওয়া হয়েছে। তবে মাশরাফি বিন মুর্তজা ভিন্ন কিছু জানিয়েছেন। সর্বশেষ চার বিশ্বকাপে খেলা দেশসেরা ওপেনারকে বাদ নয়, তামিম নিজেই দলে থাকতে চাননি বলে জানিয়েছেন তিনি। 


সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফি। সাবেক অধিনায়ক বলেছেন, ‘একটা তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে—তামিমকে বাদ দিয়েছে। আসলে সত্য হলো, তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধান অনেক। আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য।’ 


তবে তামিম কেন দলে থাকতে চাননি, তার উত্তর মাশরাফির কাছে নেই বলে জানিয়েছেন তিনি। উত্তরটা শুধু তামিম দিতে পারবেন বলে সবশেষ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া ‘নড়াইল এক্সপ্রেস’ বলেছেন, ‘এখন প্রশ্ন হতে পারে, তামিম কেন দলে থাকতে চাইল না। আসলে সে উত্তর আমার কাছে নেই। সেটা একমাত্র তামিমই বলতে পারে।’ 


গত ৬ জুলাই হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তামিম। পরে প্রধানমন্ত্রীর অনুরোধে ক্রিকেটে ফিরলেও বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়েই নিলেন তিনি। অবসর ভেঙে খেলায় ফেরাতে প্রধানমন্ত্রীর যতটা না অবদান ছিল, তার চেয়ে ঢের বেশি অবদান ছিল মাশরাফির। কিন্তু এবারও বিসিবির সঙ্গে তামিমের বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে থাকলেও বাংলাদেশের ওপেনারকে বিশ্বকাপে ফেরাতে পারলেন না তিনি। মাশরাফির কথা অনুযায়ী এভাবে বলা যায়, এবার তামিম কোনো সুযোগই দেননি।


শেয়ার করুন