০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ০১:২৮:৫৪ অপরাহ্ন
রাজশাহীতে দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনকালীন বিশেষ ট্রাফিক ব্যবস্থা
  • আপডেট করা হয়েছে : ০২-১০-২০২৫
রাজশাহীতে দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনকালীন বিশেষ ট্রাফিক ব্যবস্থা

রাজশাহীতে আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হবে। নগরীর মুন্নুজান ঘাট, পুলিশ লাইন্স ঘাট এবং আই-বাঁধ ঘাটে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।


প্রতিমা বিসর্জনের সময় ভক্তদের উপস্থিতি ও প্রতিমা বহনকারী যানবাহনের কারণে নগরীর কিছু এলাকায় যানজট সৃষ্টি হতে পারে। এ অবস্থায় নগরবাসীকে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


প্রতিমা বহনকারী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত কুমারপাড়া মোড় থেকে ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মোড়, মধু ভ্যারাইটি স্টোর মোড়, আতিয়া স্টোর মোড়, মুন্নুজান স্কুল ও বড় মসজিদ থেকে বড়কুঠি কাস্টমসের গলি পর্যন্ত সড়ক শুধুমাত্র প্রতিমা বহনকারী যানবাহনের জন্য একমুখী থাকবে। এ সময় অন্যান্য যানবাহনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।


নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে, দুর্গোৎসবের মহাসমাপনী অনুষ্ঠান প্রতিমা বিসর্জনকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশের প্রতি সহযোগিতা করার জন্য।

শেয়ার করুন