০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:২৩:২৮ অপরাহ্ন
এবার পাকিস্তানকেও হারাল বাংলাদেশের মেয়েরা
  • আপডেট করা হয়েছে : ২৭-০১-২০২৪
এবার পাকিস্তানকেও হারাল বাংলাদেশের মেয়েরা

শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। এবার বাংলাদেশের মেয়েরা হারাল পাকিস্তানকেও। পেয়েছে ৩৬ রানের জয়। আজ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম একাডেমি গ্রাউন্ডে বাংলাদেশের দেওয়া ১৩৭ রানের জবাবে পাকিস্তানের মেয়েরা থামে ৭ উইকেট হারিয়ে ১০০ রানে। 


আনোশা নাসিরের বলে দলীয় ২৪ রানে ওপেনার মোসাম্মৎ ইভা (৬) ফিরলেও বাংলাদেশ লড়াকু পুঁজি পায় আরেক ওপেনার-উইকেটরক্ষক সুমাইয়া আক্তার সুবর্ণার ২৪, আরভিন তানির ৩১, অধিনায়ক সুমাইয়া আক্তারের ৩২ ও রাবেয়া খাতুনের অপরাজিত ২৩ রানের সুবাদে। ইনিংসের শেষ বলে আনোশার দ্বিতীয় শিকার হোন সুমাইয়া। ৩২ রানের ইনিংস খেলার পথে তিনি খেলেন ২৪ বল। 


লক্ষ্য তাড়ায় দারুণ শুরু পায় পাকিস্তান। ওপেনিং জুটিতেই করে ফেলে ৫১ রান। ইনিংসের ১১ তম ওভারের তৃতীয় বলে সামিয়া আফসারকে (২৫) ফিরিয়ে সেই জুটি ভাঙেন আফিফা আশিমা। এরপরই পাকিস্তানের মেয়েদের বিপর্যয় শুরু। পরের উইকেট চারটি দলীয় ৬৯,৭১, ৭৩ ও ৭৫ রানে। আরেক ওপেনার আয়মান ফাতিমার ৪৩ বলে ৩৯ রানের ইনিংসটি ছাড়া আর কোনো উল্লেখযোগ্য ইনিংস নেই তাদের। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১২ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আশিমা। ১০ রান দিয়ে ১ উইকেট নেন রাবেয়া। ম্যাচসেরাও তিনি।


শেয়ার করুন