০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:১৭:২০ অপরাহ্ন
বৃষ্টিতে ওভার কমল ৪, বাংলাদেশের লক্ষ্য কত?
  • আপডেট করা হয়েছে : ০২-১১-২০২২
বৃষ্টিতে ওভার কমল ৪, বাংলাদেশের লক্ষ্য কত?

বৃষ্টি থেমে গেছে। কিছু সময়ের মধ্যেই খেলা ফের শুরু হবে। কার্টল ওভারে বাংলাদেশের লক্ষ্য ১৬ ওভারে ১৫১ রান। তার মানে বাকি ৯ ওভারে দরকার ৮৫ রান। 

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বৃষ্টি শুরুর আগে ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান করে বাংলাদেশ। ২১ বলে ফিফটি পূর্ণ করা লিটন অপরাজিত আছেন ২৬ বলে ৫৯ রানে। ১৬ বলে ৭ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত।

বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া ফিফটিতে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করে ভারত। 

দলের হয়ে ৪৪ বলে ৮ চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৬৪ রান করেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

টুর্নামেন্টের শুরু থেকে অফ ফর্মে থাকা লোকেশ রাহুল বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই তাণ্ডব শুরু করেন। ৩২ বলে তিন চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫০ রান করা রাহুলকে ফেরান সাকিব। 

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। ভারতীয় এই তারকা ব্যাটসম্যানকে বোল্ড করে সাজঘরে পাঠান সাকিব। তার আগে ১৬ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন সূর্যকুমার।

বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া ফিফটি আর সূর্যকুমারের ৩২ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।

বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ৪৭ রান খরচ করে ৩ উইকেট নেন তরুণ পেসার হাসান মাহমুদ। ৩৩ রানে ২ উইকেট নেন অধিনায়ক সাকিব। 

শেয়ার করুন