২৮ অক্টোবর ২০২৪, সোমবার, ০২:১৬:৫৮ অপরাহ্ন
মির্জা ফখরুলের সঙ্গে নেপাল রাষ্ট্রদুতের সাক্ষাৎ
  • আপডেট করা হয়েছে : ২৮-১০-২০২৪
মির্জা ফখরুলের সঙ্গে নেপাল রাষ্ট্রদুতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।


বৈঠকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, এতে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, এবং সমসাময়িক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে মতবিনিময় হয়েছে। বিএনপি নেতাদের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের এ বৈঠককে কূটনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


এই ধরনের বৈঠক রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করতে এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।







শেয়ার করুন