পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (৬ অক্টোবর ২০২৫) রাজশাহীতে বিশ্ব বসতি দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
বিভাগীয় প্রশাসন, রাজশাহী ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী শিল্পকলা একাডেমীতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি তাঁর বক্তব্যে পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগরায়নের গুরুত্ব তুলে ধরেন এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।
বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শহর পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক দায়িত্ববোধের সমন্বয় জরুরি।