০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ০৮:৪০:০০ অপরাহ্ন
তারেক রহমানের বক্তব্যের প্রশংসায় অ্যাডভোকেট শিশির মনির
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২৫
তারেক রহমানের বক্তব্যের প্রশংসায় অ্যাডভোকেট শিশির মনির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারকে শুভ সূচনা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি প্রশংসা করে বলেছেন, সাক্ষাৎকারে তারেক রহমান অত্যন্ত সুচিন্তিতভাবে শব্দচয়ন করেছেন।


সোমবার (৬ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


আইনজীবী শিশির মনির বলেন, সকালে উঠে বিবিসি বাংলার লাইভ শুনেছি। তারেক রহমান অত্যন্ত গাইডেড কথা বলেছেন। শব্দগুলো একটা থেকে আরেকটা আলাদা করে বলার চেষ্টা করেছেন। কেউ যেন চাইলেও এক শব্দকে আলাদাভাবে ব্যবহার করে ভিন্ন অর্থ তৈরি করতে না পারে। তার এ সাক্ষাৎকার শুভ সূচনা। আমি এটাও মনে করি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে তিনি একজন। ফলে তিনি যে কথা বলবেন, যে স্পিরিট শো করবেন, সেটা জাতির জন্য শিক্ষণীয়। এটা আমার অভিমত।


তিনি আরও বলেন, রাজনৈতিক নেতাদের ক্যালকুলেট ওয়েতে কথা বলতে হয়। বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারের আগে সম্ভবত তিনি প্রফেশনাল অ্যাডভাইস নিয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে। বিবিসি বাংলার সঙ্গে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেটা নি:সন্দেহে ইতিহাসে দলিল হিসেবে থেকে যাবে। তারেক রহমান অত্যন্ত সুচিন্তিতভাবে শব্দচয়ন করেছেন বলে আমার কাছে মনে হয়েছে। তিনি চেয়েছেন তার বক্তব্যকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিতর্কের সৃষ্টি না হয়। প্রাথমিকভাবে মনে হয়ে গুড স্টার্ট। বাকিটা সময় বলে দেবে।


শেয়ার করুন