আফাগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ইতিমধ্যে এক ম্যাচ হারে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজ শেষে এই আফগানদের বিপক্ষেই ওয়ানডে সিরিজ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। তিন ম্যাচের সেই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। চোটের কারণে টি–টোয়েন্টির পর ওয়ানডেতেও নেই লিটন দাস। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাইফ হাসান। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি। ৪ ম্যাচে ১৭৮ রান করেন সাইফ। টি–টোয়েন্টির ভালো পারফরম্যান্স তাকে সুযোগ করে দিয়েছে ওয়ানডেতেও।
তবে দলে জায়গা হারিয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। এছাড়াও ওয়ানডে দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান। সেইসঙ্গে স্কোয়াডে ফিরেছেন নাজুমল হোসেন শান্ত, নাঈম শেখ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
বাংলাদেশ-আফগানিস্তানের আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে আবুধাবিতে। ৮, ১১ ও ১৪ অক্টোবর যথাক্রমে ম্যাচগুলো গড়াবে শেখ জায়েদ স্টেডিয়ামে।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।