২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০১:১৯:৪১ পূর্বাহ্ন
রাজশাহীতে আরও ৮টি অবৈধ ক্লিনিক-ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ ঘোষণা
  • আপডেট করা হয়েছে : ০১-০৯-২০২২
রাজশাহীতে আরও ৮টি অবৈধ ক্লিনিক-ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ ঘোষণা

রাজশাহী মহানগরীতে ৩টিসহ আরও আটটি অবৈধ ক্লিনিক-ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকি পাঁচটি জেলার বিভিন্ন উপজেলায় অবস্থিত। বুধবার বিশেষ অভিযান চালিয়ে এসব অবৈধ ক্লিনিক-ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ ঘোষণা করে সিভিল সার্জন কার্যালয়।

রাজশাহী সিভিল সার্জন ডা. আবু সাইদ ফারুকের নেতৃত্বে নগরীতে এ অভিযান পরিচালিত হয়। এ নিয়ে রাজশাহীতে দুইদিনে ২৮টি অবৈধ ক্লিনিক-ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হল বলে জানান তিনি।

ডা. আবু সাইদ জানান, বুধবার মহানগরী ও জেলায় ৩৪টি প্রতিষ্ঠানে অভিযান চলানো হয়। এর মধ্যে ৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এ প্রতিষ্ঠানগুলো বৈধ কাগজ না থাকায় বন্ধ করে দেয়া হয়।

ডা. আবু সাইদ ফারুক জানান, এ অভিযান অব্যাহত থাকবে। নিবন্ধন ছাড়া কাউকে প্রতিষ্ঠান পরিচালনা করতে দেয়া হবে না। সকল প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আসতে হবে। যে সকল প্রতিষ্ঠান নিবন্ধন করে নি তারা নিবন্ধনের আবেদন করে প্রতিষ্ঠান পরিচালিত করতে হবে। এছাড়া চিকিৎসার নামে কোন প্রতিষ্ঠানকে বাণিজ্য করতে দেয়া হবে না।

শেয়ার করুন