২৫ অগাস্ট ২০২৫, সোমবার, ০৭:১৪:৩২ অপরাহ্ন
রাজশাহীতে মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন নিয়ে সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৪-০৮-২০২৫
রাজশাহীতে মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন নিয়ে সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে “মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত সৌদি আরব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় রাজপাড়া থানাধীন জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব)  মোঃ আশরাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারজানা ইসলাম ও রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ জহুর আলী। সেমিনারের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

সেমিনারে বক্তারা বলেন, সৌদি আরবসহ অন্যান্য দেশে কর্মসংস্থানের জন্য আগ্রহীরা যেন কোনো দালাল বা প্রতারকচক্রের ফাঁদে না পড়ে আইনগত ও সঠিক প্রক্রিয়ায় বিদেশে যান। তারা বিদেশি ভাষা শিক্ষা অর্জন এবং কারিগরি প্রশিক্ষণ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও উল্লেখ করেন, প্রবাসে কর্মসংস্থানের উদ্দেশ্যে গমনেচ্ছু প্রার্থীদের অবশ্যই অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতায় নিবন্ধন নিয়ে বিদেশে যেতে হবে। এতে প্রতারণা এড়িয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব হবে।


এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী টিটিসির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নাজমুল হক, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


এ সময় রাজশাহী টিটিসির অধ্যক্ষ নাজমুল হক বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সচেতনতা ও প্রশিক্ষণের বিকল্প নেই। দক্ষ জনশক্তিই পারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং রেমিট্যান্স আয় বৃদ্ধি করতে।এবং এই প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য অদক্ষ জনবল কে দক্ষ জনবলে তৈরিতে ব্যাপক ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।


সেমিনারে মসজিদের ইমাম ও স্কুল–কলেজ শিক্ষকদের মাধ্যমে রাজশাহী অঞ্চলের বেকার যুবকদের এ বিষয়ে সচেতন করার আহ্বান জানানো হয়।

সেমিনারটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

শেয়ার করুন