র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
২২ ডিসেম্বর ২০২৩ তারিখ সময় রাত্রী-২৩.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্রজামিরা নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট-৫১১ পিচ, মোবাইল-০১টি, সীম-০২ টি উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ আশিকুর রহমন @ আশিক (২৩), পিতা-মোঃ জামাল উদ্দিন, সাং-ক্ষুদ্রজামিরা, থানা-বেলপুকুর, রাজশাহী মহানগর’কে আটক করে।
ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ২নং বেলপুকুর ইউনিয়নের ক্ষুদ্রজামিরা গ্রামস্থ আটককৃত ব্যক্তি মোঃ আশিকুর রহমান @ আশিক (২৩), পিতা-মোঃ জামাল উদ্দিন এর বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানামাত্রই মোঃ আশিকুর রহমান @ আশিক (২৩) এর বসতবাড়ীতে র্যাবের টিম পৌঁছো বাড়ী ঘেরাও করে তল্লাশীকালে ০১ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে ঘটনাস্থলেই আটক করে।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার বসতবাড়ীতে সরকার কর্তৃক নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট আছে। পরবর্তীতে আটককৃত ব্যক্তির শয়ন কক্ষে থাকা ড্রেসিং টেবিল এর ড্রয়ারে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত ব্যক্তি আরো জানায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধভাবে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অজ্ঞাত স্থান হতে গোপনে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
উপরোক্ত ঘটনায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।