০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৫৪:১৪ অপরাহ্ন
‘সরকারের সময় কখন শেষ হবে তা জনগণই ঠিক করবে’
  • আপডেট করা হয়েছে : ২০-০৫-২০২৩
‘সরকারের সময় কখন শেষ হবে তা জনগণই ঠিক করবে’

 বর্তমান সরকারের সময় কখন শেষ হবে, তা দেশের জনগণ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২০ মে) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী ওলামা লীগের প্রথম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এ কথা বলেন।

বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির সরকার পতনের ঝড় লন্ডন থেকে নাকি ঠাকুরগাঁও থেকে আসবে, তার দিনক্ষণ প্রকাশ করুন। সরকারের সময় কখন শেষ হবে, তা নির্ধারণ করবে এ দেশের জনগণ।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আছে সরকার পতনের আন্দোলন নিয়ে, আর আওয়ামী লীগ আছে জনগণের জানমাল রক্ষার আন্দোলনে। দেশের মানুষ মনে করে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে পথ হারাবে না বাংলাদেশ।’

ওলামা লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ড. কে এম আব্দুল মোমিন সিরাজীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

শেয়ার করুন