২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:১২:৩২ অপরাহ্ন
রাসিকের প্রধান প্রকৌশলীর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২২
রাসিকের প্রধান প্রকৌশলীর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনে পদোন্নতিপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার।

রোববার সকাল ১১টায় কাদিরগঞ্জে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপনের পর দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী শামসুদ্দিন মাজাহেরী।

তথ্য মতে, রাসিকের পদোন্নতিপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার ১৯৯৪ সালে রাজশাহী সিটি কর্পোরেশনে সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন। পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী ও তত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি লাভ করেন। তিনি রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সরকার বিভাগ, উন্নয়ন-১ শাখার আদেশ মোতাবেক রাজশাহী সিটি কর্পোরেশনে প্রেষণে কর্মরত প্রধান প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম এলজিইডি খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) পদে বদলি হন। স্থানীয় সরকার বিভাগের এক আদেশে রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী জনাব নুর ইসলাম তুষারকে প্রধান প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদনকালে রাসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী উন্নয়ন মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী উন্নয়ন নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ.বি.এম আসাদুজ্জামান সুইট, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, সহকারী প্রকৌশলী সৈয়দ সাইদ আহম্মদসহ প্রকৌশল বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন