২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৪১:৩৬ অপরাহ্ন
রাণীশংকৈলে দুটি গুচ্ছগ্রামের ষোল লক্ষ টাকা ঋণ বিতরণ
ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০৭-০৯-২০২২
রাণীশংকৈলে দুটি গুচ্ছগ্রামের ষোল লক্ষ টাকা ঋণ বিতরণ

 ঠাকুরগাঁয়ের রানীশংকৈল হোসেনগাঁও 'বনলতা'গুচ্ছ গ্রাম ও  'মানিকা দীঘি' গুচ্ছ গ্রামের ভুক্তভোগীদের মাঝে (৭ সেপ্টেম্বর) বুধবার সকালে উপজেলা মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতাভুক্ত গুচ্ছগ্রাম সুফলভোগীদের  ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির ষ্টীভ। 

এছাড়াও ডিপি কর্মকর্তা নীহাররঞ্জনসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও ঋণ ভুক্তভোগী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, 'প্রধানমন্ত্রী আপনাদের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। পাশাপাশি আপনাদের কর্মসংস্থানের জন্য ২ টি গুচ্ছ গ্রামে ঋনের অবস্থা করে দিয়েছেন। এ টাকা পাওয়ার পরে আপনারা এর সঠিক ব্যবহার করবেন। এ টাকা যেন কোনভাবে নষ্ট না করে ফেলেন সেদিকে নজর রাখবেন। '

জানা যায় , এ উপজেলায় দুটি গুচ্ছগ্রামে প্রায় ১৬ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়। 


শেয়ার করুন