১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১১:৫১:২৭ অপরাহ্ন
গুয়েতেমালায় কনসার্টে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ১৬-০৯-২০২২
গুয়েতেমালায় কনসার্টে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু

 দক্ষিণ আমেরিকার দেশ গুয়েতেমালায় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একটি কনসার্টে পদদলিত হয়েছে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) গুয়েতেমালার কোয়েটজাল্টেনাঙ্গোতে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে যে রাজধানী গুয়াতেমালা সিটি থেকে প্রায় ২০০কিলোমিটার পশ্চিমে, কোয়েটজাল্টেনাঙ্গোতে ঐতিহ্যবাহী ‘জেলাফার’ উত্সব চলাকালীন একটি কনসার্টের শেষে হাজার হাজার মানুষ বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়িতে নিচে পরে গিয়ে অনেক মানুষ পদদলিত হন। এতে ৯ জন নিহত ও ২০ জন আহত হয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছে।

ফার্স্ট এইড কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

উদ্ধারকারীরা একটি টুইটে জানিয়েছে, গুয়েতেমালা রেডক্রস এবং উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ ও ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে।

মধ্য আমেরিকার দেশটিতে স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

করোনার কারণে গত দুই বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বন্ধ থাকার পর এবছর নিজেদের স্বাধীনতা দিবস বিভিন্ন উৎসব ও আয়োজনের মধ্যে দিয়ে উদযাপনের উদ্যোগ নেয় গুয়েতামালা।

১৮২১ সালের ১৫ সেপ্টেম্বর স্পেনের ঔপনিবেশিকদের হটিয়ে দিয়ে স্বাধীনতা অর্জন করে গুয়েতেমালা।

শেয়ার করুন