২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:৩৪:২৪ অপরাহ্ন
১০ উইকেটেই জিতলো শ্রীলংকা
  • আপডেট করা হয়েছে : ২৭-০৫-২০২২
১০ উইকেটেই জিতলো শ্রীলংকা ১০ উইকেটেই জিতলো শ্রীলংকা

 কোন উইকেট না হারিয়েই সহজ জয় তুলে নিয়েছে শ্রীলংকা। শুক্রবার (২৭ মে) ২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র তিন ওভারেই জয় তুলে নেয় লঙ্কানরা।

শুক্রবার (২৭ মে) আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম এবং লিটন দাস বেশ সাবধানী খেলাই শুরু করেছিলেন। কিন্তু কাসুন রাজিথার নিচু হয়ে আসা বলে পরাস্ত হয়ে দিনের নবম ওভারেই সাজঘরে ফেরেন মুশফিক।

দলীয় ৫৩ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন সাকিব আল হাসান এবং লিটন দাস।

ব্যাটিংয়ে নেমে ওয়ানডে মেজাজে লঙ্কান বোলারদের উপর চড়াও হয়ে খেলেন সাকিব। স্বভাবসুলভ টেস্ট মেজাজে লিটনও দারুণ সঙ্গ দেয়ায় প্রথম সেশনে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।

দুইজনের ১৬৪ বলে ১০৩ রানের এই জুটিতে ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছিল বাংলাদেশ।

মধ্যাহ্ন বিরতির পর তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।

আসিথা ফার্নান্দোর দারুণ এক ক্যাচে সাজঘরের পথ ধরেন লিটন দাস। তার পরপরই উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব আল হাসান।

৩২ মাস পর দলে ফেরা মোসাদ্দেকও উইকেটে খুব বেশি সময় কাটাতে পারেননি। রমেশ মেন্ডিসের বলে ফেরেন তিনি।

এরপর খুব বেশি সময় মাঠে টিকে থাকতে পারেনি তাইজুল ইসলাম। খালেদ আহম্মেদ।

শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ইবাদত হোসেইন।

শেয়ার করুন