১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ০৭:০৪:৩০ পূর্বাহ্ন
মিরপুরে রাসায়নিকের আগুন নেভাতে দীর্ঘ সময় লাগবে: ফায়ার সার্ভিস
  • আপডেট করা হয়েছে : ১৫-১০-২০২৫
মিরপুরে রাসায়নিকের আগুন নেভাতে দীর্ঘ সময় লাগবে: ফায়ার সার্ভিস

রাজধানীর মিরপুরের রূপনগরের রাসায়নিক গুদামের আগুন নেভাতে দীর্ঘ সময় লাগবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) কাজী নজমুজ্জামান। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর রূপনগরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনের গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।


কাজী নজমুজ্জামান বলেন, সকালে আমরা কেমিকেল স্যুট পরে, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাসায়নিক গুদামের দরজা খুলেছি। ভেতরের অবস্থা দেখেছি, এখনও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। আমাদের কার্যক্রম চলমান রয়েছে। তবে ধোঁয়ার কারণে এখন আমাদের অভিযান চালানো নিরাপদ নয়। অভিযান শেষ করতে দীর্ঘ সময় লাগবে। বিকেলে আমাদের উচ্চ পর্যায়ের টিম এসে দেখবেন। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে, কী করা যায়। 


এখনও কতজন নিখোঁজ রয়েছেন বা নিখোঁজের তালিকা করেছেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনও অভিযান চালাচ্ছি, বাকি বিষয়গুলো প্রশাসন এবং অন্য দপ্তরগুলো দেখছে।


তিনি বলেন, বিভিন্ন কেমিকেল থেকে টক্সিক গ্যাস তৈরি হয়েছে। এই গ্যাস নিঃশ্বাসের সঙ্গে গেলে মানুষের ত্বক, ফুসফুস, হার্টের সমস্যা হতে পারে। আমরা মাইকিং করে স্থানীয়দের বলছি- সবাই দূরে থাকুন, নিজেদের নিরাপদে রাখুন। আমরা ঘটনাস্থলে কাজ করছি, যখন নিরাপদ হবে তখন এটি খুলে দেওয়া হবে।


কাজী নজমুজ্জামান বলেন, রাসায়নিকের বিষয়টি খুবই বিপদজনক। রাসায়নিক সামগ্রী গুদামজাত করার যে নীতিমালা রয়েছে, সেটি না মানা হলে বিভিন্ন ধরনের রাসায়নিকের মিশ্রণে বড় ধরনের বিক্রিয়া হতে পারে। এই কারণে একটু বেশি সময় লাগবেই। যেহেতু কেমিকেল গুদাম তালাবদ্ধ ছিল তাই আমাদের ধারণা ভেতরে কেউ নেই। তবে অভিযান শেষ হলে বিস্তারিত জানা যাবে। পাশাপাশি অবৈধ রাসায়নিক গুদামজাতের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।


তিনি বলেন, এ পর্যন্ত আমরা নিশ্চিত করতে পেরেছি, ভেতরে আর কোনও মরদেহ নেই। তবে ভেতরে যেহেতু প্রচুর ধোয়া রয়েছে, পুরোপুরি অগ্নিনির্বাপণ প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর বলতে পারবো আর কোনও মরদেহ রয়েছে কিনা।


উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ারবাড়ির শাহআলম কেমিক্যাল নামে একটি রাসায়নিকের গোডাউনে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে পাশের একটি গার্মেন্টস কারখানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌনে ১২টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। শেষ পর্যন্ত মোট ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। সর্বশেষ ১৬ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।


শেয়ার করুন