৩১ জানুয়ারী ২০২৬, শনিবার, ১০:১৬:০১ পূর্বাহ্ন
বিশ্বকাপ নয়, ভারত ম্যাচ বয়কটের চিন্তা পাকিস্তানের!
  • আপডেট করা হয়েছে : ২৬-০১-২০২৬
বিশ্বকাপ নয়, ভারত ম্যাচ বয়কটের চিন্তা পাকিস্তানের!

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান। গুঞ্জন আছে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকার থেকে। 


এবার নতুন খবর জানা গেছে। আর তা হলো পুরো বিশ্বকাপ নয়, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের চিন্তা করছে পাকিস্তান। এক প্রতিবেদনে এমটা জানিয়েছে, জিও সুপার।


আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে মাঠে নামার কথা পাকিস্তানের। তবে বোর্ডের ভেতরের সূত্র জানিয়েছে, তারা প্রতিবাদের নানান ধরন যাচাই করছে এবং সব রাস্তাই খোলা রেখেছে, সেটা হতে পারে টুর্নামেন্টে অংশগ্রহণ না করা-ও। 


সূত্রগুলো উল্লেখ করেছেন, ভারত ম্যাচ বয়কট করেও আইসিসিকে ক্ষতির মুখে ফেলার কথাও ভাবছে তারা। সেক্ষেত্রে দুই পয়েন্ট হারাতে দ্বিতীয়বার ভাবছে না পাকিস্তান।


সোমবার (২৬ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বসবে বৈঠকে বসবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সেখানে ফেডারেল সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাইবেন তিনি। তারপরই ঘোষণা দেবেন, তারা বিশ্বকাপ খেলতে পাকিস্তান দলকে পাঠাবেন নাকি পাঠাবেন না!


এর আগে রোববার (২৬ জানুয়ারি) লাহোরে বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন পিসিবি প্রধান নাকভি। সেখানে বিশ্বকাপের স্ট্র্যাটেজির সঙ্গে ভবিষৎ নিয়েও আলোচনা করা হয়ে। বৈঠকে বাংলাদেশকে সমর্থন জানিয়ে পিসিবির নীতিগত সিদ্ধান্তের প্রশংসা করেন ক্রিকেটাররা। 


শেয়ার করুন