১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০৭:৫৬:০৫ পূর্বাহ্ন
রাজশাহীর জেলা প্রশাসকের সাথে পিএইচপি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২২
রাজশাহীর জেলা প্রশাসকের সাথে পিএইচপি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ একুশে পদক প্রাপ্ত চট্টগ্রামের সফল শিল্প উদ্যোক্তা ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক আব্দুল জলিলকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক উপস্থিত ছিলেন।

সুফি মিজানুর রহমান জেলা প্রশাসকের আন্তরিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে রাজশাহী জেলার উন্নয়নের আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে পিএইচপি পরিবারের পাশে থাকার কথা তুলে ধরেন।

তিনি আরো বলেন, অক্লান্ত পরিশ্রম, সততা আর নিষ্ঠার সঙ্গে সারা জীবন দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমি দেশকে ভালোবাসি। এই দেশের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সব সময় কাজ করে যেতে চাই।

জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান সহজ-সরল, বিনয়ী ও মিষ্টভাষী একজন মানুষ। তার চিন্তা-চেতনা, জ্ঞানের পরিধি ও প্রতিষ্ঠিত হওয়ার গল্প ভবিষ্যৎ প্রজন্মের কাছে পাথেয় হয়ে থাকবে।

শেয়ার করুন