২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০২:০৯:০৪ অপরাহ্ন
রোববার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ডাকল বিএনপি
  • আপডেট করা হয়েছে : ৩০-১১-২০২৩
রোববার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ডাকল বিএনপি

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন আয়োজনের এক দফা দাবিতে নবম দফায় ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। 


রিজভী বলেন, ‘আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। সকল সমমনা দল ও জোটের নেতা-কর্মীরা এই কর্মসূচি সফল করবেন। আমাদের আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’ 


গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজধানী ঢাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। সমাবেশ পণ্ড ও নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পরদিন ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। এর পর থেকেই দলটি লাগাতার আন্দোলনে রয়েছে। প্রথম দফায় ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর তিন দিনের অবরোধ ডেকেছিল বিএনপি।


শেয়ার করুন