০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ০৬:২০:২২ পূর্বাহ্ন
গাজা নিয়ে পোস্ট করায় সাংবাদিককে বরখাস্ত, প্রতিষ্ঠানকে ৯৯২০০ ডলার জরিমানা
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২৫
গাজা নিয়ে পোস্ট করায় সাংবাদিককে বরখাস্ত, প্রতিষ্ঠানকে ৯৯২০০ ডলার জরিমানা

গাজা যুদ্ধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর সাংবাদিক অ্যান্টোইনেট লাতুফকে বরখাস্ত করেছিল অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনক (এবিসি)। লাতুফকে বরখাস্ত করায় অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে ১ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (৯৯২০০ ডলার) জরিমানা করেছেন আদালত।


২০২৩ সালের ডিসেম্বরে লাতুফ এবিসি রেডিও সিডনির মর্নিং শোর উপস্থাপক হিসেবে যোগদান করেন। কিন্তু মাত্র তিন দিন কাজ করার পর, মানবাধিকার সংস্থা এইচআরডাব্লিউ-এর একটি পোস্ট শেয়ার করায় তাকে সরিয়ে দেওয়া হয়।


ওই পোস্টে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসেবে ফিলিস্তিনিদের অনাহারে রাখার অভিযোগ ছিল, যা ইসরায়েল অস্বীকার করে আসছে।

বিচারক ড্যারিল রঙ্গিয়াহ জানান, লাতুফকে পোস্ট না করার কোনো স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। বরখাস্তের পেছনে রাজনৈতিক চাপ ও ইসরায়েলপন্থী লবিস্টদের প্রভাব ছিল বলে আদালতের পর্যবেক্ষণ।


এর আগে লাতুফকে ৭০ হাজার ডলার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।


এবারে অতিরিক্ত ৮০ হাজার ডলার জরিমানা করা হয়েছে যাতে, এবিসি ভবিষ্যতে এমন আচরণ না করে। ২৮ দিনের মধ্যে তাকে অর্থ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিচারপতি ড্যারিল রাঙ্গিয়াহ বলেছেন, ‘এবিসি যাতে তার শিক্ষা গ্রহণ করে তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত অর্থ জরিমানা করা হয়েছে।’ সম্প্রচারক লাতুফের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে।


লাতুফের বরখাস্তের ফলে জনসাধারণের ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

সূত্র : বিবিসি


শেয়ার করুন