২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৮:০৯:৩৩ পূর্বাহ্ন
ভোলাহাটের প্রাণকেন্দ্রে একতা মার্কেট দোকান মালিক সমিতির কমিটি গঠন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ১২-১০-২০২২
ভোলাহাটের প্রাণকেন্দ্রে একতা মার্কেট দোকান মালিক  সমিতির কমিটি গঠন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা-

মেডিকেমোড়ে উপজেলার একমাত্র স্বনামধন্য কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান

‘একতা মার্কেট’ দোকান মালিক সমিতির কার্যকরী কমিটি গঠিত

হয়েছে। এলক্ষ্যে ১০ অক্টোবর’২২ সোমবার রাত ১০টায় মার্কেটে অবস্থিত

‘মেসার্স দিদার ক্লথ ষ্টোর’র স্বত্বাধিকারী মোঃ সাজেদুর রহমানকে

সভাপতি ও ‘ভোলাহাট ব্যাগ সেন্টার এ- ভ্যারাইটিজ’র স্বত্বাধিকারী

বি.এম রুবেল আহমেদ সাধারণ সম্পাদককে করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী

কমিটি গঠিত হয়েছে।

উপস্থিত সকল একতা মার্কেটের দোকান মালিকগণের মতামতের ভিত্তিতে

সর্বসম্মতিক্রমে দ্বি-বার্ষিক মেয়াদী এ কার্যকরী কমিটি গঠিত

হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা-সহসভাপতি মোঃ মজিবুর রহমান ও মোঃ

জুলকেশ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা ও মোঃ মাইনুল

ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম,

প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ রহমত আলী,

মোঃ আতাউর রহমান নোবেল। একতা মাকেটের অন্যান্য দোকান মালিকগণকে

সাধারণ সদস্য হিসেবে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর’২২ ভোলাহাট ব্যাগ সেন্টার এ- ভ্যারাইটিজ-এর

স্বত্বাধিকারী বি.এম রুবেল আহমেদের উপর সন্ত্রাসী হামলা করা হলে একতা

মাকেটের দোকান মালিকগণ উদ্দ্যোত হয়ে এ কমিটি গঠন করা হয়েছে বলে

জানা যায়। তারা আরো বলেন, দ্বিতলা বিশিষ্ট একতা মার্কেটে এর আগে

একাধিকবার কয়েকজন দোকান মালিকের উপর হামলার ঘটনা ঘটলে আমরা

দোকান মালিকগণ সুসংগঠিত হয়ে সাংগঠনিক রূপ দিয়েছি এবং

যেকোন সন্ত্রাসী হামলাকে প্রতিহত করতে সক্ষম ও গ্রাহক সেবার মান

আরো উন্নত দেয়ার চেষ্টা করবো বলে তারা তাদের মতামত ব্যক্ত করেন।

ছবিক্যাপশন-ভোলাহাটের প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলায় ‘একতা

মাকেট’এর ১১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক মেয়াদী কার্যকরী

কমিটিতে সাজেদ সভাপতি ও রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত।

শেয়ার করুন