২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ০৭:২০:০০ অপরাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
‘জ্বালানি তেলের দাম বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করা হবে’
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২২
‘জ্বালানি তেলের দাম বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করা হবে’

বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্য বাড়ানোর ক্ষেত্রে সহনীয় পর্যায়ে রাখা ও গ্রাহকের কথা বিবেচনা করা হবে।’


মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যানের তৃতীয় স্টেকহোল্ডার মিটিংয়ে এ কথা বলেন তিনি ।


জ্বালানি।


বিশ্ব বাজারে তেলের দাম কমছে উল্লেখ করে দেশে তেলের দাম কমানো হবে কি না-এমন এক প্রশের জবাবে নসরুল হামিদ বলেন, 'আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা এলপিজির দাম প্রতি মাসে সমন্বয় করি। চেষ্টা করছি তেলের দামও এভাবে সমন্বয় করা যায় কি না।’


মূল্য সমন্বয় বিশ্ব বাজারের ওপর নির্ভর করে উল্লেখ করে তিনি বলেন, ‘মূল্য সমন্বয় অনেকাংশে নির্ভর করে বিশ্ব বাজারের ওপর। কেননা, আমাদের জ্বালানি আমদানিও করতে হয়। নিজস্ব গ্যাসের সক্ষমতা সর্বোচ্চ পরিমাণে বাড়ানোর চেষ্টা আমরা করছি।’

শেয়ার করুন