পাবনার সাঁথিয়া মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে একজন আহত হয়েছেন।
সোমবার রাত ১০টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার মাধপুর-সাঁথিয়া সড়কের নন্দনপুর ইউনিয়নের বোয়ালমারী মোড় নামক স্থানে।
নিহতরা হলেন— উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের বন্দিরামচর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২২) ও একই গ্রামের ইউনুস আলীর ছেলে যুবরাজ হোসেন (১৬)। একই গ্রামের মোক্তারের ছেলে আহত আজিজুল আলমাস (১৫) রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। রুবেল পাবনা অ্যাডওয়ার্ড কলেজে অনার্সে অধ্যয়নরত ছিল। যুবরাজ এ বছর এসএসসি পাস করেছে।
স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টার দিকে পাবনা বাণিজ্যমেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল আরোহী তিনজন বোয়ালমারী বাজার পার হয়ে মোড়ে এলে হঠাৎ সামনে কুকুর এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে 'স' মিলের গাছের গুলের স্তূপে তিনজন আছাড় খায়। স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে পাবনা হাসপাতালে নেওয়ার পথে যুবরাজ হোসেন মারা যায়। গুরুতর আহত রুবেল ও আজিজুলকে পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী নেওয়ার পথে রুবেলও মারা যায়।
সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, আর্থিক অনটনের কারণে নিহত অনার্স পড়ুয়া রুবেল হোসেন টিউশনি করে নিজে লেখাপড়া ও সংসার চালাত।