১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১১:২৭:৪৭ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও ৩ উপ নির্বাচনে জাতীয় পার্টির হাফিজ জয়ী
  • আপডেট করা হয়েছে : ০১-০২-২০২৩
ঠাকুরগাঁও ৩ উপ নির্বাচনে জাতীয় পার্টির হাফিজ জয়ী

ঠাকুরগাঁও ৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ জয়ী হয়েছেন।


বুধবার রাত সাড়ে ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন ফলাফল ঘোষণা করেন।


তিনি জানান, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় একতারা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট।


এ ছাড়াও ১৪ দলীয় জোট থেকে ওয়ার্কার্স পার্টির অধ্যাপক ইয়াসিন আলী (হাতুড়ি প্রতীক) পেয়েছেন ১১ হাজার ৩৬৫ ভোট, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) সিরাজুল ইসলাম (টেলিভিশন প্রতীক) পেয়েছেন ১ হাজার ৪১২ ভোট, জাকের পার্টির এমদাদ হোসেন (গোলাপ ফুল প্রতীক) পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সাফি আল আসাদ (আম প্রতীক) পেয়েছেন ৯৫৩ ভোট।


সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে।


এ আসনে ৪৬ দশমিক ৩০ শতাংশ ভোট পড়েছে বলে সাহতাব উদ্দিন জানান।

শেয়ার করুন