টানা দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩ টায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে নামবে টাইগাররা। দুই দলই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে নিয়ম রক্ষার শেষ ম্যাচ খেলতে নামছে।
টুর্নামেন্টে ব্যাটিং-বোলিংয়ে হতশ্রী থাকা নাজমুল হোসেন শান্ত ব্রিগেড যদিও মোটা অঙ্কের টাকা নিয়ে ফিরবে দেশে। আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে হারলেও আসবে প্রায় তিন কোটি টাকা।
আইসিসি এবার প্রাইজমানি বাড়িয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ঘোষণা জানানো হয়েছে, রানার্স আপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার বা প্রায় ১৩ কোটি ৫৭ লাখ টাকার অর্থ পুরস্কার। চ্যাম্পিয়ন দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার বা প্রায় ১৯ কোটি ৪১ লাখ টাকা। বাদ যাবে না অংশগ্রহন করা কোন দল।
প্রাইজমানি অনুযায়ী, সপ্তম ও অষ্টম দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা) করে। এ ছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা)। যার অর্থ বাংলাদেশ দলের ভাণ্ডারে ইতোমধ্যে তিন কোটি টাকা চলে এসেছে।
টাইগারদের ট্রফির মিশন মোটাদাগে ব্যর্থ হয়েছে। দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। নূন্যতম লড়াইও জমাতে পারেনি। তবে শেষটি অর্থাৎ আজ পিন্ডিতে যদি পাকিস্তানের পিন্ডি চটকাতে পারেন শান্তরা, তবে টাকার পরিমাণ বাড়বে। তাও প্রায় অর্ধকোটি টাকার মতো।
গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য প্রাইজমানি রাখা হয়েছে ৩৪ হাজার ডলার (৪১ লাখ ৮ হাজার ২৬ টাকা)। পাকিস্তান বধ করা গেলে শান্তদের ৩ কোটি টাকার সঙ্গে যোগ হবে আরও ৪১ লাখ টাকা। পারফর্মে বেহাল দশা হলেও মোটাঅঙ্কের অর্থ নিয়ে ফিরছে শান্ত ব্রিগেড।