রাষ্ট্রের অন্য সব ক্ষেত্রের মতো সংস্কার চলছে ক্রীড়াঙ্গনেও। সেই ধারাবাহিকতায় এবার নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আজ।
‘বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন’-নামের নতুন এই সংগঠন মূলত জাতীয়তাবাদী ঘরানার সংগঠকদের সমন্বয়ে গঠিত।
আজ বেলা ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।