ইউক্রেনের লিসিচানস্ক শহরের তেল শোধনাগারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী।
বুধবার রাশিয়ায় স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিকের ‘রাষ্ট্রদূত’ রডিয়ন মিরোশনিক এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আরআইএয়ের।
তিনি বলেন, ইউক্রেনের বৃহত্তম তেল শোধনাগারের এলাকা এখন সম্পূর্ণরূপে মিত্রবাহিনীর নিয়ন্ত্রণে এসেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী লিসিচানস্ক তেল শোধনাগারের কাছে ইউক্রেনের সেনাদের একটি ব্যাটালিয়নকে পরাজিত করেছে।
প্রসঙ্গত গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে অগ্রসান শুরু করে। রুশ বাহিনীর সঙ্গে এ যুদ্ধে ইউক্রেনে লুহানস্ক ও দোনেৎস্কসহ অনেক অঞ্চল রাশিয়ার দখলে চলে গেছে। এ যুদ্ধে ইউক্রেনের অনেক মানুষ হতাহত হয়েছেন। এ ছাড়া দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় ৬০ লাখ মানুষ।