২১ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার, ১১:২৫:২৯ অপরাহ্ন
রাজশাহী বারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সবাই নির্বাচিত
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২০-০২-২০২৫
রাজশাহী বারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সবাই নির্বাচিত

রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত ২১ জন প্রার্থীর সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠনটি থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কাসেম-১ এবং সাধারণ সম্পাদক হয়েছেন জমসেদ আলী-১। তাঁদের একই নামে একাধিক আইনজীবী থাকায় জ্যেষ্ঠতার ভিত্তিতে আদালতপাড়ায় তাঁরা আবুল কাসেম-১ ও জমসেদ আলী-১ হিসেবে পরিচিত।

আজ বৃহস্পতিবার রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের গঠিত প্রধান নির্বাচন কমিশনার শেখ জাহাঙ্গীর আলম সেলিম  তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ২১ জন প্রার্থীর সবাই বিজয়ী হয়েছেন। তিন দিন পর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

এর আগে গত মঙ্গলবার পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আবার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীও ছিলেন না। ফলে তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মজিজুল হক, জানে আলম ও সানোয়ার কবির খান; যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়ার মাসরুর আল আমিন ও নূর এ কামরুজ্জামান ইরান; হিসাব সম্পাদক আদিব ইমাম ডালিম, লাইব্রেরি সম্পাদক সেলিম রেজা মাসুম, সম্পাদক (অডিট) এম মাহবুব জুবেরী রাজু, সম্পাদক (প্রেস) অ্যান্ড ইনফরমেশন শাহজাহান আলী ফাহিম, সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার এস এম জ্যোতিউল ইসলাম সাফি।


সদস্য পদে নির্বাচিতরা হলেন রওশন আরা পপি, ইয়াসিন আলী, ফাইসাল আলম নয়ন, মাঈনুর রহমান, সিফাত জেরিন তুলি, জাকির হোসেন, হুমায়ুন কবীর শাম্মি ও রহিমা খাতুন।

শেয়ার করুন