১৫ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১১:০১:৪৯ পূর্বাহ্ন
ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা না করার কথা বলেছেন ট্রাম্প
  • আপডেট করা হয়েছে : ১৬-০৬-২০২৫
ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা না করার কথা বলেছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার একটি ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছেন তিনজন মার্কিন কর্মকর্তা। তারা বিষয়টি জানিয়েছেন বিবিসির অংশীদার সিবিএস নিউজকে।


প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেন, খামেনিকে হত্যা করা ঠিক হবে না। যদিও এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।


ইসরায়েল ইরানে হামলা চালানোর পর এই কথোপকথনটি হয় বলে জানা গেছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু রয়টার্সের ওই প্রতিবেদন সরাসরি অস্বীকার বা নিশ্চিত করেননি, যেখানে বলা হয়, ট্রাম্প খামেনিকে হত্যার পরিকল্পনায় ভেটো দেন।

নেতানিয়াহু বলেন, ‘অনেক ভুল প্রতিবেদন আসে, যেসব কথোপকথনের আদৌ কোনো অস্তিত্বই নেই, তাই আমি এসব নিয়ে কিছু বলব না। তবে আমি বলতে পারি, আমরা যা দরকার তাই করব এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানে, তাদের জন্য কী ভালো।


একজন ইসরায়েলি কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, ‘মূলনীতির দিক থেকে, আমরা রাজনৈতিক নেতাদের হত্যা করি না। আমরা পারমাণবিক ও সামরিক ইস্যুতে মনোযোগী। যারা এসব প্রগ্রামের পেছনে রয়েছে, তাদের শান্তিতে থাকা উচিত নয়।’


গত শুক্রবার ইসরায়েল প্রথমবারের মতো ইরানের পারমাণবিক স্থাপনা ও অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালায়।


এর পর থেকে দুই দেশ পরস্পরের ওপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে এবং গতকাল রবিবার তা তৃতীয় দিনে গড়ায়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান ও ইসরায়েলের একটি সমঝোতায় আসা উচিত।’ তিনি আরো দাবি করেন, ‘যেভাবে আমি ভারত ও পাকিস্তানের মাঝে সমঝোতা করিয়েছি, ঠিক তেমনভাবেই তাদের থামিয়ে দিতে পারব।’


কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া জি৭ সম্মেলনে যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিয়ে যাবে। তবে তিনি বলেননি, তিনি কি ইসরায়েলকে ইরানে হামলা বন্ধ করতে বলেছেন কি না।


মার্কিন-ইরান পরমাণু আলোচনা, যা রবিবার হওয়ার কথা ছিল, তা বাতিল হয়েছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি।

রয়টার্সকে দেওয়া এক ব্রিফিংয়ে একজন কর্মকর্তা জানান, ইসরায়েলের হামলা চলাকালীন সময়ে কোনো যুদ্ধবিরতির আলোচনা করতে ইরান প্রস্তুত নয়—এ কথা তারা কাতার ও ওমানকে জানিয়ে দিয়েছে। শনিবার ট্রাম্প বলেন, ইরানে চালানো হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা ছিল না।


তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরান যদি যুক্তরাষ্ট্রের ওপর কোনো ধরনের হামলা করে, তাহলে আমাদের সশস্ত্র বাহিনীর পূর্ণ শক্তি এমনভাবে তাদের ওপর নেমে আসবে, যা আগে কখনো দেখা যায়নি।’


সূত্র : বিবিসি


শেয়ার করুন