১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ১০:২২:২২ অপরাহ্ন
রাজশাহীর বাঘায় বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ করলো বিএনপি
  • আপডেট করা হয়েছে : ১৪-০৮-২০২৫
রাজশাহীর বাঘায় বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ করলো বিএনপি

রাজশাহী বাঘায় বন্যা কবলিত এলাকায় পাঁচ শতাধিক পরিবারের কাছে ত্রান নিয়ে রগেলেন বিএনপির নেতারা। বৃহস্পতিবার উপজেলার লক্ষনগর চরের বানভাসিদের কাছে গিয়ে ত্রাণ পৌছে দিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন ও সাবেক সাধারণ সম্পাদক কাজী নওনকুল ইসলাম শ্রাবণ এ সময় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাইদ চাঁদ ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



বাঘা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোকলেসুর রহমান মুকুল জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দির্দেশে ঢাকা থেকে দুইজন নেতা বন্যা পরিস্থিতি দেখে গেলেন। তিনি বলেন, খুব শিগগিরই ভানভাসিদের মাঝে পর্যাপ্ত খাবার বিতরণ করবে বিএনপি। বৃহস্পতিবার বিএনপি নেতা চাঁদ-এর পক্ষ থেকে পাঁচশ পরিবারে মাঝে শুকনা খবার হিসাবে-চিড়া, মুড়ি, চিনি এবং ওরস্যালাইন বিতরণ করা হয়েছে।



এ সময় বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, উপজেলা সদস্য সচিব আশরাফ আলী মলিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ জামান, পৌর বিএনপির সাংগঠনেক সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন