রাজশাহী মহানগরীতে ৬০ বোতল অ্যালকোহল ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৮ জুয়াড়িকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ পৃথম অভিযান চালিয়ে তাদের আটক করে। গত শনিবার রাতে এ অ।ভিযান চায় ডিবি পুলিশ।
আটককৃতরা হলো ন, রাজশাহী মহানগরীর পবা থানার দাদপুর পশ্চিম পাড়া এলাকার মৃত ইনশের ছেলে মো: দুলাল আলী (২৮), বাগিচাপাড়ার তমিজ উদ্দীনের ছেলে আফজাল হোসেন পাপ্পু (৩৪), পূর্ব পাড়ার মো: তজিবব রহমানের ছেলে মো: তসলিম উদ্দীন (৪৫), বড়গাছী এলাকার মৃত সোলেমানের ছেলে মো: সাদেক (২৮) ও মো: সালাম মন্ডলের ছেলে মো: রাসেল আলী (২০), ভালাম এলাকার মো: সাবের আলীর ছেলে মো: আরিফুল ইসলাম (২১) এবং এয়ারপোর্ট থানার শিয়ালবেড়ের আব্দুল মান্নানের ছেলে মো: রুবেল আলী (৩০) ও একই এলাকার মো: আ: মান্নানের ছেলে মো: সোহেল রানা (২৯)।
নগর পুলিশ জানায়, , গতকাল শনিবার (৭ অক্টোবর) রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কেএম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক আরিফুল ইসলামের নেতৃত্বে এসআই নাদিম উদ্দীন ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউিট করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পবা থানার দাদপুর পশ্চিম পাড়া এলাকায় এক বাড়িতে দুলাল নামের এক ব্যক্তি অ্যালকোহল বিক্রি উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম রাত সাড়ে ১০টায় দাদপুর পশ্চিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় আসামিদের গ্রেফতার করে। এসময় আসামিদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার হয় এবং আসামি দুলালে কাছ থেকে ৬০ বোতল অ্যালকোহল উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পবা থানায় জুয়া আইনে এবং আসামি দুলালের বিরুদ্ধে জুয়া আইনসহ মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।