২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৬:৪৯:৪৩ পূর্বাহ্ন
রক্ত নিতে ঢাকায় এসে প্রাণ হারাল শিশু আরাফাত
  • আপডেট করা হয়েছে : ০২-০১-২০২৩
রক্ত নিতে ঢাকায় এসে প্রাণ হারাল শিশু আরাফাত

রাজধানীতে রক্ত নিতে এসে মায়ের সামনেই বাসের চাপায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে ।সোমবার সকালে যাত্রাবাড়ির কাজলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

থ্যালাসেমিয়ায় আক্রান্ত মোহাম্মদ আরাফাত নামের শিশুটিকে গত দুই বছর ধরে রক্ত নেওয়ার জন্য প্রতিমাসে ঢাকায় আনতে হয়। রক্ত নেওয়ার জন্যই মা আইরিন বেগমের সঙ্গে সোমবার মুন্সীগঞ্জ থেকে ঢাকায় এসেছিল সে।

যাত্রাবাড়ীর থানার এসআই আক্তার হোসেন জানান, আরাফাতের বাবা ছেলে ও স্ত্রীর জন্য গুলিস্তানে অপেক্ষা করছিলের। তাকে নিয়ে শান্তিনগরে থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে যাওয়ার কথা ছিল আরাফাত ও তার মায়ের।

মুন্সীগঞ্জ থেকে এসে বাস থেকে নামার পর কাজলার কাছে টোল প্লাজার সামনে দিয়ে যাওয়ার সময় একটি বাসের চাপায় আরাফাত গুরুতর আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসটি জব্দ করে এর চালককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন