১২ মার্চ ২০২৩, শুক্রবার, ০৮:৪৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীর গোদাগাড়ীতে নতুন করে ৪২০ টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ীর চাবি ও দলিল হস্তান্তর সাঁথিয়ায় ডাক বিভাগের পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২ মাদারীপুরের শিবপুরে বাস খাদে, নিহত ১৭, আহত ৩০ কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা মাহি তাহেরপুর পৌর আ.লীগের দলীয় পদ থেকে মুনসুর ও মেয়র কালামকে অব্যাহতি রাজশাহী বঙ্গবন্ধু কলেজে ১৭ শিক্ষক-কর্মচারী নিয়োগ ধরে ফেলায় হাজিরা খাতা গায়েব জাতির পিতার মানবিকতা ও মানুষের প্রতি দরদ শিশুকালেই জানা গেছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন আজ জামিন পেলেন সাবেক এমপি আরজু
বাবাকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ ছেলের
  • আপডেট করা হয়েছে : ০৬-০২-২০২৩
বাবাকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ ছেলের

ঠাকুরগাঁও শহরের শান্তিনগর মহল্লায় ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। বাবাকে খুন করার পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ছেলে। ঘাতক ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা।

রোববার গভীর রাতে এই ঘটনা ঘটে। 

নিহত ফজলে হক চার ছেলে ও দুই মেয়ের বাবা। ঘাতক গোলাম আজম তার দ্বিতীয় ছেলে। তিনি রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। শিক্ষা শেষে তিনি দিনাজপুরে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার স্ত্রী এবং এক সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন ঘাত গোলাম আজম তার বাবাকে শয়ন কক্ষে শ্বাসরোধ করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে বাবার বুকে ছুরিকাঘাত করে।

ঠাকুরগাঁও থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন গোলাম আজম তার বাবাকে হত্যা পর থানায় এসে আত্মসমর্পণ করেন। 

তিনি আরও জানান, ঘাতক গোলাম আজম মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

নিহত ফজলে হকের লাশ ময়নাতন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন