২৬ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ১২:০৬:১২ অপরাহ্ন
তুরস্কে ফের ভূমিকম্প
  • আপডেট করা হয়েছে : ২৫-০২-২০২৩
তুরস্কে ফের ভূমিকম্প

মাত্র দুই সপ্তাহ আগে তুরস্কে হওয়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপ তুরস্ক সিরিয়ার বেশ কয়েকটি এলাকা। 

এর মধ্যেই শনিবার দুপুরে ফের ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। খবর আলজাজিরা ও রয়টার্সের। 

তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডির বরাতে আলজাজিরা বলছে, স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ২৭ মিনিটে নিগদে প্রদেশের বোরের আনাতোলিয়ান উপদ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক তিন। তবে, এতে কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

নতুন ভূমিকম্পের পর এক টুইট বার্তায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতা লেখেন, এই মুহূর্তে কোনো খারাপ পরিস্থিতি নেই। মহান সৃষ্টিকর্তা আমাদের দেশ ও জাতিকে সব বিপর্যয় থেকে রক্ষা করুন।

এদিকে ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের উৎপত্তিস্থলের কোনো তথ্য জানায়নি সংবাদ সংস্থাটি। এমনকি হতাহতের বিষয় নিয়ে কোনো তথ্য জানা যায়নি।

প্রসঙ্গত, তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় পুননির্মাণ কাজ শুরু করেছে এরদোগান সরকার।

শেয়ার করুন