২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৮:২৫:৩৫ অপরাহ্ন
রাজশাহীতে পূর্বশত্রুতার জেরে শিক্ষককে মারপিট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৩-২০২৩
রাজশাহীতে পূর্বশত্রুতার জেরে শিক্ষককে মারপিট

রাজশাহীর পবায় বিবদমান জমির জের ধরে এক মাদ্রাসা শিক্ষককে মারপিটে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে কর্ণহার গ্রামে। আহত শিক্ষক শাফিকুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আরএমপি কর্ণহার থানায় অভিযোগ হয়েছে।

অভিযোগ থেকে জানা যায়, কর্ণহার গ্রামের সায়েদুল ইসলামের ছেলে মাদ্রাসা শিক্ষক শাফিকুল ইসলামের সাথে মৃত এসাহাক উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন রায়হান ও মুক্তার আলীর ছেলে সোহাগ আলীর মধ্যে জমি নিয়ে বিবাদ চলে আসছে। আদালতে যা বিচারাধীন রয়েছে।

অভিযোগকারি শাফিকুল ইসলাম সুনামগঞ্জ জেলার জগন্নাতপুর উপজেলার পূর্ববুধরাইল আটঘর দাখিল মাদ্রসায় শিক্ষকতা করেন। রোজার ছুটিতে তিনি নিজগ্রাম কর্ণহারে বাড়িতে আসেন। সোমবার সকালে পৈত্রিকসূত্রেপ্রাপ্ত ও বিবাদমান জমির আমবাগান দেখতে যান। এ সময় প্রতিপক্ষের সালাহ উদ্দিন রায়হান ও মুক্তার আলীসহ তাদের সন্ত্রাসী বাহিনী অতর্কিত তার ওপর হামলা চালায়। তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা প্রাণনাশের হুমকী দিয়ে চলে যায়। স্থানীয়রা আহত শাফিকুল ইসলামকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন।

এব্যাপারে সালাহ উদ্দিন রায়হান ও মুক্তার আলীকে আসামী করে কর্ণহার থানায় অভিযোগ হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

শেয়ার করুন