ইউক্রেনের ডিনিপ্রো শহরে একটি হাসপাতালে রুশ হামলায় দুজন নিহত এবং শিশুসহ কমপক্ষে ৩১ জন আহত হয়েছেন।
ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাশিয়ার মিসাইল হামলায় হাসপাতালে ওই হতাহতদের ঘটনা ঘটে। খবর রয়টার্স ও সিএনএনের।
হাসপাতালে ওই হামলাকে রাশিয়ার যুদ্ধাপরাধ বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত তিনতলা একটি ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এ পর্যন্ত ইউক্রেনের হাসপাতালগুলোতে ৯ শতাধিক হামলা চালিয়েছে রাশিয়া।