১২ মে ২০২৫, সোমবার, ০৩:৪৩:৪২ পূর্বাহ্ন
শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. ওবায়েদুল্লাহ আর নেই
  • আপডেট করা হয়েছে : ১১-০৫-২০২৫
শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. ওবায়েদুল্লাহ আর নেই

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, লেখক ও গবেষক ড. আ জ ম ওবায়েদুল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


শনিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।


বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন জানান, রোববার বেলা ১১টায় চট্টগ্রাম নগরের প্যারেড ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে।


ভোলার চরফ্যাশনে জন্মগ্রহণ করা আ জ ম ওবায়েদুল্লাহ চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরে কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন। তিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রতিষ্ঠাকালীন রেজিস্ট্রার ছিলেন। সবশেষ তিনি বিশ্ববিদ্যালয়টির পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।


মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিত, আ জ ম ওবায়েদুল্লাহ সবশেষ চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির পদে ছিলেন। পেশাগত জীবনে তিনি সাহিত্য-সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। তিনি মাসিক অঙ্গীকার ডাইজেস্টের সম্পাদক এবং হুইল বিজনেস ম্যাগাজিনের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার লেখা জনপ্রিয় বইয়ের মধ্যে তরুণ তোমার জন্য ও স্বপ্নের ঠিকানা উল্লেখযোগ্য।


এদিকে ড. আ জ ম ওবায়েদুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রিয় ভাই ড. আ জ ম ওবায়েদুল্লাহ মহান রবের ডাকে সাড়া দিয়ে অনন্তকালের পথে যাত্রা শুরু করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাংস্কৃতিক অঙ্গনের ইসলামী ধারার নেতৃত্ব ছিল তারই হাতে। আল্লাহ তায়ালা এই হাতের পরিবর্তে আমাদেরকে আরও উত্তম হাত দিয়ে সাহায্য করুন।


ওই পোস্টে তিনি আরও বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ওপর রহম করুন, জীবনের সকল নেক খেদমত কবুল করুন, ভুল-ত্রুটি ও গুনাহ ক্ষমা করুন এবং তার সেসব ভুল-ত্রুটি ও গুনাহসমূহ নেকিতে পরিণত করে জান্নাতের আলা দারাজা দান করুন। তার কবরের জীবনকে আল্লাহ তায়ালা জান্নাতি জীবন হিসেবে পরিণত করুন এবং কবরকে প্রশস্ত করে জান্নাতের নূরে পরিপূর্ণ করুন। মহান রব তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আপনজন, প্রিয়জন, সহকর্মী এবং গুণগ্রাহী সবাইকে উত্তম সবরের তাওফিক দান করুন। আমিন।


এছাড়া তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির। এক শোক বার্তায় সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তিনি আমৃত্যু দ্বিনি আন্দোলনে মেধা, শ্রম ও সময় ব্যয় করে গেছেন। রব্বে কারিম দ্বিনের একনিষ্ঠ এই খাদেমের ভুলত্রুটি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। (আমিন)।


শেয়ার করুন