২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৭:১৬:৫১ অপরাহ্ন
ঈদের দিন সকাল থেকেই ঝরবে বৃষ্টি, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
  • আপডেট করা হয়েছে : ২৮-০৬-২০২৩
ঈদের দিন সকাল থেকেই ঝরবে বৃষ্টি, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

দাবদাহ কেটেছে অনেক আগেই। এখন ভরা বর্ষার মৌসুম। গত কয়েক দিন ধরেই আবহাওয়া শিব পূর্বাভাসই দিয়ে যাচ্ছে। আজ বুধবারও ঢাকায় সারা দিনে বৃষ্টি ঝরেছে ৭৬ মিলিমিটার। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির ঝরার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 


বৃহস্পতিবার পবিত্র ঈদ উল আজহা। সকালে নামাজের পর মুসল্লিরা ব্যস্ত থাকবেন কোরবানির পশু জবাইয়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল থেকেই নামতে পারে বৃষ্টি। 


আজ দেশের সব অঞ্চলেই কম বেশি বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গোপালগঞ্জে—৯৭ মিলিমিটার। এরপর খুলনা ও কুমিল্লাতে ৮২ মিলিমিটার। আগামীকাল সকাল থেকেই বৃষ্টি হতে পারে রাজধানী ঢাকায়। সেই সঙ্গে দেশের সব অঞ্চলেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। 


তবে চট্টগ্রাম ও কক্সবাজারে বৃষ্টির প্রবণতা কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 


আবহাওয়াবিদ ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘আগামীকাল সকালে ঢাকায় বৃষ্টি হতে পারে। বিকেল পর্যন্ত বৃষ্টি থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।’ 


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উত্তর–পূর্ব ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। 


মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। 


রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 


দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


শেয়ার করুন