০৬ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ০৫:৪৩:১৯ অপরাহ্ন
আ.লীগ নেতার ছুরিকাঘাতে যুবদল নেতার স্ত্রীসহ কয়েকজন আহত
  • আপডেট করা হয়েছে : ০৫-১২-২০২৪
আ.লীগ নেতার ছুরিকাঘাতে যুবদল নেতার স্ত্রীসহ কয়েকজন আহত

রাজধানীতে এলজির শো’রুমে এক নারী গ্রাহককে হেনস্তা, মারধর করাসহ কয়েকজনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বুধবার পশ্চিম শেওড়াপাড়ার ওই শো’রুমে এ হামলার ঘটনা ঘটে। থানায় মামলা হলে পুলিশ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন।


অভিযুক্ত একেএম সাইফুল ইসলাম কাফরুল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে মিরপুরে গুলি বর্ষণকারী যুবলীগের ক্যাডার এসএম জাহিদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত।


হামলার শিকার ভুক্তভোগীরা জানান, হেনস্তার শিকার মাইমুনা আক্তার নামে এক গৃহবধূ কিস্তিতে ১ লাখ ৩০ হাজার টাকায় এলজির শো’রুম থেকে দুটি ওয়াশিং মেশিন কেনেন। এর মধ্যে কিস্তিতে ৬৫ হাজার টাকা এবং সাইফুলের সঙ্গে তার স্বামীর ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে ৬৫ হাজার টাকা পরিশোধ করেন। তবে কিস্তির ৬৫ হাজার টাকা এলজির হেড অফিসে জমা করা হলেও বাকি ৬৫ হাজার টাকা সমন্বয় করেননি সাইফুল। এ নিয়ে কথা কাটাকাটির জেরে বুধবার দুপুরের দিকে শো’রুমের মধ্যেই ক্রেতা মাইমুনা আক্তারকে মারধর ও হেনস্থা করেন সাইফুল ও তার কর্মচারীরা। এ খবর জানতে পেরে মাইমুনার স্বামীর দোকানের কর্মচারীরা ছুটে এলে তাদের মধ্যে আতিকুল ইসলাম নামে একজনকে শো’রুমের এন্টিকাটার দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল যুবলীগ ক্যাডার জাহিদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে প্রকাশ্যে গুলি করে প্রথম আলোচনায় আসেন জাহিদ। এরপর মিরপুরে ত্রাসের রাজত্ব কায়েম করেন। অভিযুক্ত সাইফুল আওয়ামী লীগের সময়ে জাহিদের পরিচয় দিয়ে মিরপুর এলাকায় নানা অপকর্ম শুরু করেন- যা এখনো অব্যাহত রয়েছে। ভুক্তভোগী মাইমুনার স্বামী স্থানীয় যুবদল নেতা মিলন বলেন, সাইফুল আওয়ামী লীগ আমলে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। এখনো বহাল তবিয়তে রয়েছেন।


অভিযোগের বিষয়ে জানতে সাইফুলকে একাধিকবার কল ও এসএমএস করা হলেও তিনি কোনো উত্তর দেননি। এ বিষয়ে মিরপুর থানার ওসি গিয়াস উদ্দিন জানান, মারামারির ঘটনা শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন