০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৫০:৫৯ অপরাহ্ন
নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ০৩-০৭-২০২৩
নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নওগাঁর পোরশায় পুনর্ভবা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল জব্বার (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। আজ সোমবার সকালে পুনর্ভবা নদীর পশ্চিম দুয়ারপাল এলাকায় এই ঘটনাটি ঘটে। 

নিহত আব্দুল জব্বার উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম দুয়ারপাল গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের মৃত কছিমদ্দীনের ছেলে আব্দুল করিম (৩৫) ও নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৪)। 

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে আব্দুল জব্বার ও আহত দুই যুবকসহ আরও কয়েকজন পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় একপর্যায়ে বৃষ্টি শুরু হওয়ার পর হঠাৎ সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আব্দুল জব্বার ঘটনাস্থলেই মারা যান। আহত হন আব্দুল করিম ও মেহেদী হাসান। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে জব্বারকে বাড়িতে নিয়ে আসেন। অন্যদিকে স্থানীয়রা আহত দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


শেয়ার করুন